আত্মহত্যার হিড়িক!! কুমিল্লা বোর্ডে ১১ জন ছাত্রের সুইসাইড! - SaraBela Net Media

Breaking

4G-1010-X-90
English বাংলা

Post Top Ad

Post Top Ad

4G-970-X-90

Friday, July 28, 2017

আত্মহত্যার হিড়িক!! কুমিল্লা বোর্ডে ১১ জন ছাত্রের সুইসাইড!

আত্মহত্যার হিড়িক!!
বিগত কয়েক বছরের মত এবারও ফল বিপর্জয় ঘটেছে কুমিল্লা বোর্ডে।একের পর এক ছাত্রদের মৃত্যুর মিছিল যেন থামছেই না।তেমনি একজনের লিখা সুইসাইড নোট পড়ে কান্না থামাতে পারবেন না 

কুমিল্লা বোর্ডের মৃত ১১জনের মধ্যে একজনের সুইসাইড নোটঃ
“আগামি বছর আবার পরীক্ষা দিবো।মা, বাবাকে বুঝাইছি। সবাই স্বাভাবিক ছিলো, আমিও।

কিন্তু একের পর এক প্রতিবেশী সহপার্ঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।। বাবা ও আমাকে গালিগালাজ করলো।

যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন।

.অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবা পাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।
অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।

প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।
তাদের কৈপিয়ত পেয়ে আমার বাবা মা কে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ।

মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম।
ভালো থাকবেন প্রতিবেশীরা
ভালো থেকো সহপাঠী বন্ধুরা।।”

No comments:

Post a Comment

Post Top Ad