প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমরা কি কোর্টে কিছুই মন্তব্য করতে পারব না?’ - SaraBela Net Media

Breaking

4G-1010-X-90
English বাংলা

Post Top Ad

Post Top Ad

4G-970-X-90

Tuesday, August 1, 2017

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমরা কি কোর্টে কিছুই মন্তব্য করতে পারব না?’

অ্যাটর্নি জেনারেল বরাবর প্রশ্ন রেখে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমরা কি কোর্টে কিছুই মন্তব্য করতে পারব না?’
আজ মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে তিনি এ প্রশ্ন রাখেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে এ সময় তিনি আরও বলেন, ‘আমরা কি কোর্টে কিছুই মন্তব্য করতে পারব না? বিচারিক বিষয়ে কথা বলতে পারব না? আমাদের স্বাধীনতা খর্ব করতে করতে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যে, কথাই বলতে পারব না?’
প্রধান বিচারপতি বলেন, আদালতের কার্যক্রম নিয়ে সংসদসহ কারও মন্তব্য করার সুযোগ নেই। প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে তখন অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মাই লর্ড, কিছু মন্তব্য তো মিডিয়া লুফে নেয়।’
বিচারকরা যে মন্তব্য করেন তা বিচার বিভাগের স্বার্থে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি বলেন, আপনারা জজদের মধ্যে বিভক্তি চাচ্ছেন।

No comments:

Post a Comment

Post Top Ad