মূখ থুবড়েঁ পড়েছে বিশ্ব মানবতা নির্যাতিত শিশুদের মত !! যেখানে নাফ নদীতে ভাসছে রোহিঙ্গাদের লাশ। - SaraBela Net Media

Breaking

4G-1010-X-90
English বাংলা

Post Top Ad

Post Top Ad

4G-970-X-90

Wednesday, August 30, 2017

মূখ থুবড়েঁ পড়েছে বিশ্ব মানবতা নির্যাতিত শিশুদের মত !! যেখানে নাফ নদীতে ভাসছে রোহিঙ্গাদের লাশ।

নির্যাতিত শিশুদের মত মূখ থুবড়েঁ পড়েছে বিশ্ব মানবতা !! 
নির্যাতিত শিশুদের মত মূখ থুবড়েঁ পড়েছে বিশ্ব মানবতা !! 

নাফ নদীতে ভাসছে রোহিঙ্গা মুসলমানদের লাশ। ঠিক এমন একটি কন্যা সন্তানের ভাসমান লাশের ছবি দিয়ে তুরস্কের অনলাইন প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘মিয়ানমার’স আয়লান কুর্দি ড্রাউনস ট্রাইং টু রিচ বাংলাদেশ।’ শিশু কন্যাটিকে নিয়ে তার পরিবার বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছিল। কিন্তু নাফ নদীতে নৌকা ডুবে যায়।





নাফ নদীতে রোহিঙ্গা শিশুটির ভাসমান লাশ গতবছর সিরিয় শিশু আয়লান কুর্দির কথা মনে করিয়ে দেয়। আয়লান তার পরিবারের সঙ্গে সাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানোর আগেই ডুবে মারা যায়।

তার লাশ ভেসে ওঠে তুরস্কের সৈকতে। রোহিঙ্গা শিশুটির ভাসমান লাশ ফের রাখাইন অঞ্চলে রোহিঙ্গাদের গণহত্যার বেদনা মনে করিয়ে দেয়। এ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, আবেদন উঠেছে রোহিঙ্গাদের পাশে এসে মিয়ানমার সেনাবাহিনীর অব্যাহত হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ববাসীকে দাঁড়ানোর। সূত্রঃ অনলাইন।

No comments:

Post a Comment

Post Top Ad