আলোচিত সিটি প্লাজা মালিকের বাড়িতে শক্তিশালী বোমা হামলা !! - SaraBela Net Media

Breaking

4G-1010-X-90
English বাংলা

Post Top Ad

Post Top Ad

4G-970-X-90

Monday, August 7, 2017

আলোচিত সিটি প্লাজা মালিকের বাড়িতে শক্তিশালী বোমা হামলা !!


যশোর শহরের অভিজাত শপিং মল সিটি প্লাজার চেয়ারম্যান প্রবাসী ব্যবসায়ী এম ইয়াকুব আলীর মণিরামপুরের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে মণিরামপুরের আগরহাটি গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তরা তিনটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। বোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসী ভীত-সন্ত্রস্ত ও আতংকিত হয়ে পড়েন। এলাকায় ত্রাস সৃষ্টি হয়। তবে এতে কোনো ক্ষয়-ক্ষতি কিংবা হতাহত হয়নি।

খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার অংশ ও আলামত সংগ্রহ করে।

ইয়াকুব আলীর বাবা জবেদ আলী সাংবাদিকদের বলেন, 'আমার ছেলেরা দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসা-বাণিজ্য করে। ওই দেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে আমার প্রতিবেশী নুরুল হুদার ছেলে ফরহাদ আহম্মেদ বাপ্পিকে চাকরি দেওয়া হয়। কিন্তু সে ওখানে গিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হলে ব্যবসার ক্ষতি হয়। আবার আমার ছেলে কামরুজ্জামান কামিয়ারের নামে বাপ্পি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। 

এসব নিয়ে বেশকিছু দিন ধরে ফরহাদ ও তার বাবা হুদার সাথে আমাদের ভালো সম্পর্ক যাচ্ছে না। এসব কারণে বোমা হামলার ঘটনাটি তারাই ঘটাতে পারে বলে ধারণা করছি।'

মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। 
সূত্রঃ অনলাইন।

No comments:

Post a Comment

Post Top Ad