এবার বিদেশে নয় দেশে সম্ভব হল- আলাদা করতে তোফা-তহুরার প্রাথমিক পর্যায়ের অস্ত্রপচার সফল!!
এবার বিদেশে নয় দেশে সম্ভব হল- আলাদা করতে তোফা-তহুরার প্রাথমিক পর্যায়ের অস্ত্রপচার সফল!!
গাইবান্ধার সুন্দরগঞ্জে কোমরে জোড়া লাগা দুই শিশুকে আলাদা করতে প্রাথমিক পর্যায়ের অস্ত্রপচার সফলভাবে শেষ হয়েছে। প্রথম ধাপের অস্ত্রপচার শেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক কাজল এ কথা জানিয়েছেন।
এদিকে, অপারেশন পুরোপুরি শেষ হতে আরো ৬ ঘণ্টা লাগবে বলেও জানান তিনি। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে এই অপারেশন শুরু করেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জনরা।
তবে, অপারেশন সফল হলেও পুরোপুরি সুস্থ হতে শিশু তৌফা ও তহুরার আরো বেশকটি অপারেশনের প্রয়োজন হতে পারে। এ ধরনের অপারেশনে কিছুটা ঝুঁকি থাকলেও চিকিৎসকরা আশাবাদী সুস্থ হয়ে মায়ের কোলে ফিরবে দুই শিশু।


Hello, Welcome. It's a site of SS Connections 
No comments:
Post a Comment