Post Top Ad
Sunday, January 22, 2023
২২ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়- বদলিকৃত কর্মকর্তারা কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২৯ জানুয়ারি তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ৩০ জানুয়ারি থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
এছাড়া যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বদলিকৃত অতিরিক্ত পুলিশ সুপাররা
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল হককে সিআইডিতে, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে বরিশালের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে নওগাঁয়, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইনকে ব্রাহ্মণবাড়িয়ায়, ডিএমপির অতিক্তি উপ-পুলিশ কমিশনার মো. শামীম হোসেনকে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলমকে রংপুরে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেনকে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেনকে পুলিশ সদরদপ্তরে, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেনকে পুলিশ সদরদপ্তরে, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানাকে টাঙ্গাইল সদর সার্কেলে, র্যাবে দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানকে সিআইডিতে বদলি করা হয়।
বদলিকৃত সহকারী পুলিশ সুপাররা
পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার মো. কুদরত ই খুদা শুভকে ডিএমপিতে, ১৩ এপিবিএনের সহকারী পুলিশ সুপার নব কুমার বিশ্বাসকে ডিএমপিতে, সিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেনকে ব্রাহ্মণবাড়িয়ায়, ১০ এপিবিএনের সহকারী পুলিশ সুপার রাফে সামদান হুসাইন মো. আদেলকে রংপুর রেঞ্জে, ডিএমপির সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. আলম মিয়াকে ডিএমপির সহকারী পুলিশ সুপার পদে, ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার কৃষ্ণ কুমার সরকারকে রংপুরে, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে ভোলায়, এসপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. মনজুরুল আলমকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সার্কেলে, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. নুরুল ইসলাম সিদ্দিকীকে দিনাজপুরের কাহারোল সার্কেলে সহকারী পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
সূত্র: অনলাইন;
Tags
# National
About sarabela.online
Welcome, It's a site of SS Connections Site. Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.Thanks.
Newer Article
১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা চ্যাম্পিয়ন মোহামেডানের হাসি
Older Article
দেশে এলো অডির ইলেকট্রিক কার
Labels:
National
Subscribe to:
Post Comments (Atom)