২১ আগস্ট গ্রেনেড হামলার প্লিন্টার্স আজও বয়ে বেড়াচ্ছি’‌বললেন মহিলা কউন্সিলর শিরিন গাফ্ফার। - SaraBela Net Media

Breaking

4G-1010-X-90
English বাংলা

Post Top Ad

Post Top Ad

4G-970-X-90

Monday, August 21, 2017

২১ আগস্ট গ্রেনেড হামলার প্লিন্টার্স আজও বয়ে বেড়াচ্ছি’‌বললেন মহিলা কউন্সিলর শিরিন গাফ্ফার।

২১ আগস্ট গ্রেনেড হামলার প্লিন্টার্স আজও বয়ে বেড়াচ্ছি’‌বললেন মহিলা কউন্সিলর শিরিন গাফ্ফার।

দেশ ও দশের সেবায় বলিয়ান রাজনীতিবিদ ও রাজনীতি ব্যক্তিত্ব। নারী রাজনৈতিক হিসেবে রাজনৈতিক অঙ্গনে রয়েছে তার সুনাম। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫ ও ১৮ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর ও ধানমন্ডি মহিলা আওয়ামী লীগ নেত্রী শিরিন গাফফার। বিডিমর্নিংকে শুনালেন তাঁর জীবনরে নানা গল্প, সাফল্য, চড়াউ উৎরাইয়ের কাহিনী। ঢাকা দক্ষিণ সিটির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বও পালন করেছেন বলে তিনি জানালেন।

রাজনীতিতে আশার গল্প বলতে গিয়ে শিরিন গাফ্ফার বলেন, তিনি যখন ক্লাস ৮ এ পড়ি তখন তিনি তেমন রাজনীতি বুঝতেন না। রাস্তা দিয়ে মানুষ দল বেধে নৌকার মিছিল নিয়ে যায়। আর সবার মুখে এক ধনি শুণে তার খুব ভালো লাগতো। আর এইটা দেখে খুব ইচ্ছে হলো রাজনীতি ঢুকে একদিন নির্বাচন করবেন।

শিরিন গাফফার যে স্কুলে পড়শুনা করতেন সে স্কুলে প্রায় ১২’শ শিক্ষর্থী ছিল। সেখানে দুটি দলে ভাগ করে তারা নির্বাচন করতেন। শিক্ষকরা তাদের সাঙ্গে ছিলেন। তিনি নৌকার পক্ষে ছিলেন এবং বিপুল ভোটে জয় লাভ করেন। সেখান থেকেই তার রাজনীতির সূচনা’।

তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। চাচার জন্য একদিন আমি ভোট চাইতে গ্রামে গেলে সেখানে এক বৃদ্ধা মহিলা বললেন, ‘আজ চাচার জন্য ভোট চাইতে আসছ। একদিন নিজের জন্যও চাইতে আসবা। সেদিন হয়ত আমি থাকব না’। ঐদিনই জীবনের লক্ষ নির্ধারণ করে ফেলেন। সূত্রঃ অনলাইন।

No comments:

Post a Comment

Post Top Ad