বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে বলাৎকার!!
বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে যশোরের শার্শা উপজেলার নাভারন বুরুজবাগান গ্রামে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ উঠেছে তোফাজ্জেল হোসেন নামে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে। অসুস্থ শিশুটিকে নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই পালিয়ে গেছেন অভিযুক্ত তোফাজ্জেল।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পাশের বাড়ির এফসার আলীর ছেলে তোফাজ্জেল হোসেন (৫৫) প্রতিবেশী আব্দুল করিমের ছেলে রকিবুলকে (৩) বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে পাশের একটি ঘরে নিয়ে মুখ চেপে বলাৎকার করেন। এসময় শিশুটির কান্নাকাটির শব্দে বাড়ির লোকজন এগিয়ে গেলে তাকে ছেড়ে পালিয়ে যান তোফাজ্জল। গুরুতর অবস্থায় রকিবুলকে উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করা হয়।
তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানান পরিবারের সদস্যরাসহ হাসপাতালের চিকিৎসকরা।
আক্রান্তের মা আরজিনা খাতুন ও প্রতিবেশীরা বলেন, শিশুর উপর যেভাবে যৌন নির্যাতন চালানো হয়েছে এতে শিশুটি মারা যেতে পারতো। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।
শিশুটির মলদ্বার ফুলে গেছে। তার চিকিৎসা চলছে বলে জানান নাভারন হাসাপাতালের চিকিৎসক হুমায়রা আশরাফী তন্বি।
শার্শা থানার ইনসপেক্টর (তদন্ত) তসলিম আহম্মেদ জানান, বিষয়টি তারা শুনেছেন। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


Hello, Welcome. It's a site of SS Connections 
No comments:
Post a Comment