জাহাজ রপ্তানি থেকে আয় ১২০৭ কোটি টাকা গত ৫ বছরে !! - SaraBela Net Media

Breaking

4G-1010-X-90
English বাংলা

Post Top Ad

Post Top Ad

4G-970-X-90

Monday, August 14, 2017

জাহাজ রপ্তানি থেকে আয় ১২০৭ কোটি টাকা গত ৫ বছরে !!

জাহাজ রপ্তানি থেকে আয় ১২০৭ কোটি টাকা গত ৫ বছরে !!
গত পাঁচ বছরে জাহাজ নির্মাণ শিল্প থেকে বাংলাদেশ ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ১ হাজার ২০৭ কোটি টাকা আয় করেছে। ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড সূত্রে জানা গেছে আলোচ্য সময় বিভিন্ন দেশে ৪০টি জাহাজ রপ্তানি করে এই আয় হয়েছে।

ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন গতকাল রোববার দুপুরে কেনিয়ায় রপ্তানির জন্য নির্মিত ‘দরিয়া’ নামের জাহাজের ‘ইয়ার্ড ডেলিভারি’ কার্যক্রম উদ্বোধনের সময় এই তথ্য জানান।
উল্লেখ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘অফশোর পেট্রোল ভেসেল’ হিসেবে পরিচিত বিশেষায়িত এই জাহাজটির ‘ইয়ার্ড ডেলিভারি’ কার্যক্রম উদ্বোধন করেন।

সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে প্রায় দেড় শ কোটি টাকা রপ্তানিমূল্যের জাহাজটি উচ্চপ্রযুক্তির। এই জাহাজটি নির্মাণে বিশ্বের ২৫টি দেশ থেকে উচ্চপ্রযুক্তির যন্ত্রপাতি আমদানি করা হয়েছে। জাহাজটিতে হেলিপ্যাডও রয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, জাহাজটি নির্মাণের সময় মান তদারকি করেছে ফ্রান্সভিত্তিক ব্যুরো ভেরিতাস। ডেনর্মাকের জেজিএইচ মেরিন এ/এস কোম্পানির মাধ্যমে এটি কেনিয়ার মৎস্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।

জাহাজটি মূলত কেনিয়ার সমুদ্র এলাকায় মাছ ধরার ট্রলারগুলোতে নিরাপত্তা তদারকিতে ব্যবহৃত হবে।

No comments:

Post a Comment

Post Top Ad