পবিত্র ঈদুর আযহার শুভেচ্ছা । **ঈদ মোবারক**
এস, এস কানেকশনের সকল প্রতিষ্ঠোনের পক্ষ হতে সকল বন্ধুদের জানাই পবিত্র ঈদুর আযহার শুভেচ্ছা । **ঈদ মোবারক** ঈদুল আযহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ !! পরিবার পরিজন সহ পাড়া প্রতিবেশীদের নিয়ে অতি আনন্দের সহিত শান্তি প্রিয়ভাবে কাটুক ঈদুল আযহার মহাউৎসব। মুসলিম সম্প্রদায়ে মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে ও সন্তুষ্টি চিত্তে ত্যাগ স্বীকারে এই কোরবানী অন্যতম একটি এবাদত !! সুবাহানাল্লাহ!! মহান আমাদের মহা-প্রতিপালক!! সকল প্রশংসা শুধু তারই জন্য।
একই সংগে মানব কল্যানে ও পরিবেশগত মান বজায় রাখার জন্য আপনারা যে যার কোরবানীর পশুকে নির্ধারিত স্থানে কোরবানী দিন। পরিষ্কার পরিছন্নতা বজায় রেখে দেশ ও জনস্বার্থে স্বার্থে পরিবেশ গত মান অক্ষুন্ন রাখার জন্য এবং ঈদুল আযহার পবিত্রতা বজায় রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে। আবারও সকলকে ঈদের অফুরন্ত শুভেচ্ছা!
সৌজন্যে এস,এস কানেকশনস্.


Hello, Welcome. It's a site of SS Connections 
No comments:
Post a Comment