রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিন, সব খরচ দিতে আমরা দিতে প্রস্তুত :তুরস্ক !! - SaraBela Net Media

Breaking

4G-1010-X-90
English বাংলা

Post Top Ad

Post Top Ad

4G-970-X-90

Saturday, September 2, 2017

রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিন, সব খরচ দিতে আমরা দিতে প্রস্তুত :তুরস্ক !!

রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিন, সব খরচ দিতে আমরা দিতে প্রস্তুত :তুরস্ক !!
নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশের প্রতি আবারো আহবান জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রী মেহলুত সাবাচলু ঘোষণা করেছেন, বাংলাদেশ সীমান্ত খুলে দিলে রোহিঙ্গাদের জন্য যা খরচ হবে তার সবটাই বহন করবে তুরস্ক।

মন্ত্রী মেহলুত গতকাল তুরস্কের ক্ষমতাসীন একেপির ঈদ-উল-আজহা উদযাপন অনুষ্টানে এ ঘোষণা দেন।

তিনি আরো বলেন, আমরা ওআইসিভুক্ত দেশগুলোর সাথে যোগাযোগ রাখছি । খুব শীঘ্রই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্মেলন হবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য তুরস্কের মতো আর অন্য কোন দেশ সাহায্যে নিয়ে এগিয়ে আসেনি। তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান ইতিমধ্যে রোহিঙ্গাদের সমস্যা কিভাবে সমধান করা যায় তা নিয়ে ১৭টি সরকার প্রধানের সাথে টেলিফোনে কথা বলছেন। সূত্রঃ অনলাইন।

No comments:

Post a Comment

Post Top Ad